নিবেদন
যে কথা কহিতে তুমি চাও শুধু মোরে,সে তো নহে অজানা আমার; হেমন্তেরেসঙ্গোপনে সে কথা আমিও কয়েছি যেবহুবার; চাঁদের আড়ালে থেকে নিজে। এই চাঁদ! এই পথ! লতা-পাতা-নীড়,এই যে চাঁদিমা ছটা কেমন নিবিড়এলায়ে পড়েছে চুপে রজনীল পরেঘোরালো ঘোলাটে ভাতি ধরণীর ক্রোড়ে। নিশীথ…