Category Uncategorized

যখন নগর পোড়ে

ব‍্যালকনি কুয়াশা-নিবিড়; ঝিমধরা।দু’হাত সামনে উড়ছে হিমের কণা। অরণ‍্যের নিস্তব্ধতা সন্তর্পণে এসে,জাকিয়ে বসেছে এই অঘ্রাণের শীতে। লেপের উষ্ণতা ফেলে, কীসের আশ্লেষেথির থির নিথর দাঁড়াই ব‍্যালকনিতে? কোথায় নগড় পোড়ে? কোন্ অন্তিমাশাআলো জ্বেলে যায় আমার শীতের রাতে? যে নগর গড়ে ওঠে ক্রমে ক্রমে;…

মিতভাষণ

অল্প কথা স্বচ্ছতোয়া ছিপছিপে এক নদীজলের আড়াল অল্প তাতে সিনান করবি যদিঘোলা জলের বাণের দাপট তুলবে নাক’ কাঁপন,বুকের গহন স্পষ্ট হয়ে করবে তোরে আপন। (২০১৬)

ভুলে

হেথা কেনো তুমি? ধরণীর প্রান্ত চুমিওঠে যেথা প্রভাত তপন,যেথা নিত‍্য নব আয়োজনরজনীর দুয়ার খোলে।তুমি সেথা এলে কি ভুলে?(২০১৫)

ডাক

এখন অনেক বেলাঘুমের পহরভেঙে গেছে মেলা আগে। আলোর নহরআনচান করে করে মুখভার রোদহলো বিকেলের। এখন বিকেল পোনে পাঁচ ছুঁইছুঁই –এমন সময় ডাক দিবি না তুই?(২০১৫, ১২০/খান জাহান আলী হল)

অভিসার

নিসাড়াতে ডুবে গেলে চাঁদ, প্রেতসমমোর জানালায় কোন্ মেয়ে এলো নেমে?তারা সেজ তুলে চুপিচুপি ঝরিল সে,শিশিরের মত… (২০১৪, ১২০/খান জাহান আলী হল)

ফেরা

অনেকখানি পায়ে হেঁটে,রিকশা এবং ভ‍্যানে চেপে,পেছন বাসে সওয়ার হয়ে–শেষমেষ ঠিক এলাম ফিরে; তোদের ঘরে।অনেকখানি শঙ্কাভরা বুকটি চেপে,বাহারি এক জামার তলে,হাতে ঝোলা পলকা ঠোঙাবাতাসে খুব ভাসিয়ে নিয়ে; তোদের ঘরে। (২০১৪)

সাধ

কী বুনো স্বপ্নের সাধ বাঁধিলো কুলায়–প্রাকারে প্রাকারে ওড়ে নিষেধ কেতন,তবু কোন স্বপ্নলীন দীপ্র সম্মোহননিরুচ্চারে তুলে ধরে নবীন জীবন,আর কোন জগতের প্রগাঢ় প্রচ্ছ্বায়? আজ মনে হলো হই ঘরছাড়া। বুনোজন্তুর মতো তীব্র ভয়ে দিগন্তর ছুঁই,ছুঁয়ে আসি অকাতরে তাবৎ বিভুঁই-নয়তো ভীষণ রকম দাঙ্গাবীজ…

উৎকণ্ঠা

দিবা অবসান গোধূলি পুলিনে ওই,ডোবে দিনমণি প্রখর দারুণ, সই;ত্বরা করি চল ফিরি এইবেলা, হায়!কেমনে ফিরিব রবি যদি নাহি ভায়? (২০১১)

পুষ্পোৎসব

ফুলবাগে আজ উৎসব বুঝি?শাখায় শাখায় ফুলকুঁড়ি গুঁজিকুুসুমিত যত বনতরুরাজি। শোভাতে ফুলের ঝলসে কানন,আঁখি ঢুলে আসে আলসে চেতন-ফুলশীধুমদে মোদিত পবন;উলসিত তাহে নিপীত আনন।(২০০৯)

দুই নয়নে

কোন নয়নে দেখবো তোরে? আমার বুঝি অনেক নয়ন!দুই নয়নে দেখি তোরে;ভরসা আমার মনের গহন। (২০১১)