ব্যালকনি কুয়াশা-নিবিড়; ঝিমধরা।
দু’হাত সামনে উড়ছে হিমের কণা।
অরণ্যের নিস্তব্ধতা সন্তর্পণে এসে,
জাকিয়ে বসেছে এই অঘ্রাণের শীতে।
লেপের উষ্ণতা ফেলে, কীসের আশ্লেষে
থির থির নিথর দাঁড়াই ব্যালকনিতে?
কোথায় নগড় পোড়ে? কোন্ অন্তিমাশা
আলো জ্বেলে যায় আমার শীতের রাতে?
যে নগর গড়ে ওঠে ক্রমে ক্রমে; ঘাম,
আর যুগব্যাপী শ্রমে; সে নগরও পোড়ে–
খরতর কোপে আর লোভে, তার তাপ
সন্তাপ হয়ে আসে– আমার ব্যালকনিতে।
দু’হাত সামনে উড়ছে হিমের কণা
ব্যালকনি কুয়াশা নিবিড়; ঝিমধরা।
(২০১৬, প্রান্তিকা/খুলনা)২০১৬ সালের শেষের দিকে যখন রাখাইনের গ্রামগুলোতে হত্যা এবং ধ্বংস চালানো হচ্ছিলো।