ডাক

এখন অনেক বেলা
ঘুমের পহর
ভেঙে গেছে মেলা আগে।

আলোর নহর
আনচান করে করে মুখভার রোদ
হলো বিকেলের।

এখন বিকেল পোনে পাঁচ ছুঁইছুঁই –
এমন সময় ডাক দিবি না তুই?
(২০১৫, ১২০/খান জাহান আলী হল)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *