ফেরা

অনেকখানি পায়ে হেঁটে,
রিকশা এবং ভ‍্যানে চেপে,
পেছন বাসে সওয়ার হয়ে–
শেষমেষ ঠিক এলাম ফিরে;
তোদের ঘরে।
অনেকখানি শঙ্কাভরা বুকটি চেপে,
বাহারি এক জামার তলে,
হাতে ঝোলা পলকা ঠোঙা
বাতাসে খুব ভাসিয়ে নিয়ে;
তোদের ঘরে।
(২০১৪)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *