কী বুনো স্বপ্নের সাধ বাঁধিলো কুলায়–
প্রাকারে প্রাকারে ওড়ে নিষেধ কেতন,
তবু কোন স্বপ্নলীন দীপ্র সম্মোহন
নিরুচ্চারে তুলে ধরে নবীন জীবন,
আর কোন জগতের প্রগাঢ় প্রচ্ছ্বায়?
আজ মনে হলো হই ঘরছাড়া। বুনো
জন্তুর মতো তীব্র ভয়ে দিগন্তর ছুঁই,
ছুঁয়ে আসি অকাতরে তাবৎ বিভুঁই-
নয়তো ভীষণ রকম দাঙ্গাবীজ রুই।
তারপরে নিরুত্তাপে জালাই প্রাচীন
খাণ্ডবের আগুন– অথবা, নিলীন
শাদ্বলে মুখ ঘসে হই, বুনো হরিণ।
(২০১৩, ১২০/খান জাহান আলী হল)