পুষ্পোৎসব

ফুলবাগে আজ উৎসব বুঝি?
শাখায় শাখায় ফুলকুঁড়ি গুঁজি
কুুসুমিত যত বনতরুরাজি।

শোভাতে ফুলের ঝলসে কানন,
আঁখি ঢুলে আসে আলসে চেতন-
ফুলশীধুমদে মোদিত পবন;
উলসিত তাহে নিপীত আনন।
(২০০৯)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *