যে কথা কহিতে তুমি চাও শুধু মোরে,
সে তো নহে অজানা আমার; হেমন্তেরে
সঙ্গোপনে সে কথা আমিও কয়েছি যে
বহুবার; চাঁদের আড়ালে থেকে নিজে।
এই চাঁদ! এই পথ! লতা-পাতা-নীড়,
এই যে চাঁদিমা ছটা কেমন নিবিড়
এলায়ে পড়েছে চুপে রজনীল পরে
ঘোরালো ঘোলাটে ভাতি ধরণীর ক্রোড়ে।
নিশীথ নীরব তায় সুপ্ত চরাচর
ঝরে শুধু একঘেয়ে নীহার ঝর্ঝর।
হেথায় মানসী মোর মেঠো বসবাস
তুমি কী কহিবে এর সুদূর প্রবাস!
(২০১০)