বর্ষা

সজল বাদল ঝরিল রে ঝরঝর,
বনকুঞ্জনীড় কাঁপিল রে থরথর।

কাঁপিল কপোত ধবল পালক তলে,
ঝাপিল গগন সঘন মেঘের দলে।

শিথানে পশিল মেদুর মেদিনী ঘ্রাণ,
শিকর-থকিত জ’লো বায়ু শনশন।

দল বেঁধে ওই হাঁসেরা পড়িল জলে,
বারি বুদ্বুদ আহ্লাদে মাখিলো কোলে।
(২০০৯)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *