বাদল বধূর মুখর ঝারি কৃপণ কেন!
জলধারা নেই, বিরূপ বুঝি হায়, গো কেনো?
নিথর তোমার মেঘরথ যে বড় চঞ্চলা
মুখর মোদের মুখের ভাষা অতি উতলা।
নেই কি তোমার করুণা এই ধরার পরে,
হা! কহ গো, বিরূপ হেন কিসের তরে?
শুকিয়ে গেছে সলিল লীলা নয়ন কোণে?
কোন্ নিদয়ার হিম হিয়ার নিঠুর বাণে?
নেই বুঝি তাই জলের ধারা কেবল খর
রোষবহ্নি ঝরে গগন হতে কোপনতর?
বিগত বোশেখ, গীরিশ এলো ভীষণ দাহ
কাল বোশেখের ঝড় কই লো জ্যৈষ্ঠ মাহ।
এমন সজল দিনের শেষে আষাঢ় এলো
মেঘ ভেষে যায় বৃষ্টি না হয় বাদল ম’লো।
মগন মনের সকল কোণে তোমার স্মৃতি
আষাঢ় আঁধার মেদুর মেঘ বরষষা গীতি।
হায় বুঝি শেষ হয় না ক’ এই খরার দিন
হিয়ায় মোদের বাজে তবু যে বাদল বীণ!
(ঢাকা, ২০০৯)