ফুল্লরূপী সাঁঝবেলা রজনী নিলীন,
তোমাতে শরণ লভে জগজন দীন।
তোমারি আঁচলতলে পূর্ণশশী ঝলে
যেন মোতি হার আকাশ অঙ্গনা গলে,
যেন চারু হাসি হাসে নবফোটা কলি
হের ধরাতলে কোথা তার তুল!
(২০০৮)
ফুল্লরূপী সাঁঝবেলা রজনী নিলীন,
তোমাতে শরণ লভে জগজন দীন।
তোমারি আঁচলতলে পূর্ণশশী ঝলে
যেন মোতি হার আকাশ অঙ্গনা গলে,
যেন চারু হাসি হাসে নবফোটা কলি
হের ধরাতলে কোথা তার তুল!
(২০০৮)