আয় আয় ঘুম আঁখিপাতে চুম
হানিতে নিবিড়।
আয় হৃদি ছায়ে বিহ্বল বায়ে
ভেদিয়া তিমির।
আয়রে অথির পরিয়া আপীড়
অভিসার সাজে।
আজিকার সাঁঝে পশিবি নিবিড়
চিত্তপুরী মাঝে।
আয় আয় ঘুম স্বপন কুসুম
ফুটাবি হিয়ায়।
আয় এই বাটে মনরাজ্যপাটে
মেঘের খেয়ায়।
মানস সরসী টলাবি রূপসী
লীলাভরে আয়।
টলমলে নীর ভামিনী সুধীর
আয়রে হেথায়।
(২০০৬)