সমাধির মতো রাত

অবশেষে পৃথিবীতে নামিয়াছে রাত;
গভীর প্রশান্তি লয়ে, দীঘির জলের
মতো নিস্পন্দ– শীতল। থেমে গেছে যত
ছিল কাজ। জগতের সব প্রয়োজন
সাঙ্গ হলে পরে, হেমন্তের বেলা শেষে
কেবল রিক্ততা কান্না হয়ে আসে; সব
বাস্তবতা যায় মুছে, কেবল ধূসর
অপার আকাশ থাকে সম্মুখে আমার।

সমাধির মতো শব্দহীন নির্জনতা
ভীড় করে মোর পাশে, শিয়রে– শয‍্যায়–
অথর্ব, বীভৎস, মৃত‍্যুসম অচঞ্চল
আবেগরহিত দুটি চোখ মেলি, দেখি
নিজেকেই;– বাহিরে তখন কী অধীর
আকুলতা– কল্লোলিত উজ্জ্বল সকাল।
চট্টগ্রাম সেনানিবাস, ২০০৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *