হেথা কেনো তুমি? ধরণীর প্রান্ত চুমি
ওঠে যেথা প্রভাত তপন,
যেথা নিত্য নব আয়োজন
রজনীর দুয়ার খোলে।
তুমি সেথা এলে কি ভুলে?
(২০১৫)
হেথা কেনো তুমি? ধরণীর প্রান্ত চুমি
ওঠে যেথা প্রভাত তপন,
যেথা নিত্য নব আয়োজন
রজনীর দুয়ার খোলে।
তুমি সেথা এলে কি ভুলে?
(২০১৫)