মাধবী মালিকা লয়ে আসিল মাধব,
সরোবরে সরসিজ কুসুমে আসব্।
উরগ উন্মদ তায় ফুলমধু আশে
দয়িত দগধে আজ দয়িতা সকাশে।
আতর সুরভে আজ আকুল আক্রীড়
ললামে ললিত তনু শিরেতে আপীড়।
মধুমাসে মধু্আশে অধীর ভুবন
চপল পরাণ যাচে মালঞ্চ পবন।
মঞ্জরে নব মঞ্জরি পরাণে-বাহিরে,
নন্দিত জগজন ঋতুরাজ বিহারে।
(২০০৯)