সাঁঝবেলা

ডুবিল তপন ছাইল ভুবন আঁধার জালেএলো সাঁঝবেলা লুলিত আঁচলে ইন্দু ভালে। (২০০৭)

বিহ্বল চাতক

দিবা চলে যায় বিহগ পাখায় সন্ধ‍্যা নামে,কাহার তৃষায় ঘুম টুটে যায় নিশীথ যামে?কাহার চরণ পরাণে বাজায় নূপুর বিলাপ?মন কাঁদে হয় তবুও সাজায় কুসুম কলাপ। (২০০৭)

ঘুম আবাহন

আয় আয় ঘুম আঁখিপাতে চুম হানিতে নিবিড়।আয় হৃদি ছায়ে বিহ্বল বায়ে ভেদিয়া তিমির। আয়রে অথির পরিয়া আপীড় অভিসার সাজে।আজিকার সাঁঝে পশিবি নিবিড় চিত্তপুরী মাঝে। আয় আয় ঘুম স্বপন কুসুম ফুটাবি হিয়ায়।আয় এই বাটে মনরাজ‍্যপাটে মেঘের খেয়ায়। মানস সরসী টলাবি রূপসী…

তন্দ্রা

সন্ধ‍্যার মূরতি –মম চিত্তলোক সুপ্তিনিল আজি কাড়ি প্রকৃতির ছায়াবেশ ছাড়ি।অফুরান মুক্তির আনন্দেমম প্রাণ নিখিল অলিন্দেহরষিত কলহাস‍্য তুলিসব উপহাস হাস‍্য ভুলিজীবনের সাথে দেয় তালিপ্রেমভরে করে গলাগলি। মম নিঃশব্দের অন্তরালে মৌনতার তুহিনহঠাৎ সূর্যালোকে গ’লেবয়ে চলে কলনৃত‍্যেফেনিল তরঙ্গ তোলেতোলে ধ্বনি কলকল– মম চিত্তে।…

আনাড়ি কবিতা

তন্দ্রাসন্ধ‍্যার মূরতি -মম চিত্তলোক সুপ্তিনিল আজি কাড়ি প্রকৃতির ছায়াবেশ ছাড়ি।অফুরান মুক্তির আনন্দেমম প্রাণ নিখিল অলিন্দেহরষিত কলহাস‍্য তুলিসব উপহাস হাস‍্য ভুলিজীবনের সাথে দেয় তালিপ্রেমভরে করে গলাগলি।মম নিঃশব্দের অন্তরালে মৌনতার তুহিনহঠাৎ সূর্যালোকে গ’লেবয়ে চলে কলনৃত‍্যেফেনিল তরঙ্গ তোলেতোলে ধ্বনি কলকল– মম চিত্তে।আজিকে হৃদয়…