করি হর্ষ বরিষণ, কে গো তুমি সুলোচন
এমন মধুর রূপে, রাজিলে মরম তলে?
তোমাসম কেহ নাহি, এতদিন দিবাযামী
দেখেছি যে সুস্বপন, আজিকে পাইল তাহা
মূরতি।
আজিকে মরমতলে ফুটিল কুসুম কত
স্বরগ কাননসম পাখি করিল কাকলী।
চারিদিকে নবরূপে পুরাতন সাজিতেছে
বিপুল বরণ লয়ে যেন সবে খেলিতেছে
আজি।
আজি মোর যত সাধ, শরম-জড়িমা-বাঁধ
দিবালোকে পেল ছাড়া, ছড়ায়ে পড়িল সবে
কত দিকে কত রূপে; নেই তার সংখ্যা সীমা।
সকলি ব্যাপিছে ধীরে, চেনা-অচেনার ভীড়ে,
দিবসের কোলাহল ছেড়ে।
আজিকে জীবন মম সুধারসে ভরোভরো
নাহি সেথা অনাদর, নাহি তার অবহেলা
কোনো।
(২০০৮)